সিনহা হত্যা মামলার আসামিদের সাজা বৃদ্ধির আপিল করবে ‘রাওয়া’

মেজর সিনহা হত্যা মামলায় কম সাজা পাওয়া আসামিদের সাজা বৃদ্ধির জন্য আপিল করবে রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (রাওয়া) কর্তৃপক্ষ। 

শনিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর উত্তরায় মেজর সিনহার বাসায় তার স্বজনদের সঙ্গে দেখা করতে যান রাওয়ার সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মো. কামরুল ইসলাম। তিনি মেজর সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌসহ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। 

সাক্ষাৎ শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, ‘আদালতের এই রায়ে তারা সন্তুষ্ট। দেশের বিচার ব্যবস্থার প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা আছে। রায়ের শতভাগ বাস্তবায়ন যেন হয়, তা নিশ্চিত যেন হয় তা প্রত্যাশা করছি।’

সিনহা হত্যার ষড়যন্ত্রে অন্য কারও সংশ্লিষ্টতা থাকলে তাদের আইনের আওতায় আনার বিষয়টি আইনজীবীদের সাথে পরামর্শ করা হবে বলেও জানান মো. কামরুল ইসলাম।

এসময় মেজর সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বলেন, ‘রায় পরবর্তী আইনি পদক্ষেপ নিয়ে পরামর্শ করেছেন তারা।’ দ্রুত রায় কার্যকরের দাবি জানান তিনি।