বছরের মাঝামাঝিতে হবে এসএসসি-এইচএসসি পরীক্ষা

চলতি বছরের মাঝামাঝি সময়ে সংক্ষিপ্ত সিলেবাসে এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষাগুলো নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। রবিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, ‘পরীক্ষা কবে হবে তা এই মুহূর্তে বলা সম্ভব নয়। এটি অবশ্যই অতিমারির গতি-প্রকৃতির ওপর নির্ভর করবে। সংক্ষিপ্ত সিলেবাস ইতোমধ্যে দিয়ে দিয়েছি। সেটা কতদিনে করাতে পারবো তার ওপর নির্ভর করবে। আমরা আশা করছি বছরের মাঝামাঝিতে হয়তো নিতে (এসএসসি-এইচএসসি পরীক্ষা) পারবো।’

মহামারির আগে সাধারণত ফেব্রুয়ারিতে এসএসসি ও এপ্রিলের শুরুতে এইচএসসি পরীক্ষা হতো। তবে মহামারির কারণে গত বছর এইচএসসি পরীক্ষা হয় নভেম্বরে।