বাংলাদেশে ব্যবসার সুযোগ নিয়ে গবেষণা করছে অস্ট্রেলিয়া

বাংলাদেশে কোন কোন খাতে ব্যবসার সুযোগ আছে, তা নিয়ে একাধিক গবেষণা করছে অস্ট্রেলিয়া।  অবকাঠামো, ইনফরমেশন টেকনোলজি, মাইনিং এবং অন্যান্য সম্ভাব্য খাত নিয়ে স্টাডি করা হচ্ছে, যাতে করে অস্ট্রেলিয়ান কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগ করতে পারে।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) ক্যানবেরাতে ওই দেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. সুফিয়ুর রহমানের সঙ্গে অস্ট্রেলিয়ার বাণিজ্যমন্ত্রী ড্যান টেহানের এ নিয়ে আলোচনা হয়। গত ১৫ সেপ্টেম্বর দুই দেশের মধ্যে সই করা টিফা চুক্তির পর বাণিজ্য সচিব পর্যায়ের প্রথম বৈঠক হবে আগামি ২২ ফেব্রুয়ারি। আশা করা যাচ্ছে, এটি দ্বিপক্ষীয় বাণিজ্যকে আরও গতিশীল করবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়,অস্ট্রেলিয়ান বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে কীভাবে বাণিজ্য বৃদ্ধি করা যায় এবং কোন খাতে অস্ট্রেলিয়ানরা বিনিয়োগ করতে পারবে, সেটি নিয়ে রাষ্ট্রদূত আলোচনা করেন।