বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির মহাপরিচালক হিসেবে মেজর জেনারেল সাকিল আহমেদকে নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
মন্ত্রণালয়ের উপ-সচিব মো. আবুল কালাম আজাদের সই করা প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত মেজর জেনারেল সাকিল আহমেদকে বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক হিসেবে জননিরাপত্তা বিভাগে ন্যস্ত করা হয়েছে।
বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ সাফিনুল ইসলামকে বাংলাদেশ সেনাবাহিনীতে প্রত্যাবর্তন করা হয়েছে।
জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।