পোশাকে একুশের চেতনা (ফটো স্টোরি)

প্রাণের বিনিময়ে যারা মাতৃভাষায় কথা বলার অধিকার নিশ্চিত করছেন, তাদের শ্রদ্ধা ভরে স্মরণ করছে পুরো দেশ। ভাষাশহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে আসছেন দলমত নির্বিশেষে মানুষজন। শহীদ দিবসে শোকের আবহে অনেকে পরেছেন কালো রঙের পোশাক, অনেকেই আবার বুকে ধারণ করেছেন কালো ব্যাজ। শহীদদের স্মরণে শহীদ বেদিতে ফুল দিতে আসা নারীরা ‘একুশ’ নিয়ে লেখা বিভিন্ন কবিতা-বাণী লেখা শাড়ি পরে এসেছেন শহীদ মিনারে। অন্যদিকে পুরুষদের পাঞ্জাবি-চাদরে দেখা গেছে একুশের ছাপ। করোনা মহামারিতে মাস্ক পরায় বাধ্যবাধকতা রয়েছে, অনেকের মুখেই দেখা গেছে বিভিন্ন বর্ণমালা লেখা মাস্ক।

কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে তোলা ছবি-

পোশাকে একুশের চেতনা (3)

পোশাকে একুশের চেতনা (13)

পোশাকে একুশের চেতনা (14)

পোশাকে একুশের চেতনা (8)

পোশাকে একুশের চেতনা (4)

পোশাকে একুশের চেতনা (16)

পোশাকে একুশের চেতনা (12)

পোশাকে একুশের চেতনা (2)

পোশাকে একুশের চেতনা (15)

পোশাকে একুশের চেতনা (9)

পোশাকে একুশের চেতনা (11)

পোশাকে একুশের চেতনা (7)