শুদ্ধানন্দ মহাথের মানুষের জন্য নিজেকে উৎসর্গ করেছেন: তাপস

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, ‘শুধু বৌদ্ধ সম্প্রদায়ের জন্যই নয়, শুদ্ধানন্দ মহাথের দেশ ও মানুষের জন্য নিজেকে উৎসর্গ করেছেন।’ বুধবার (২ মার্চ) সন্ধ্যায় রাজধানীর বাসাবো বৌদ্ধ মন্দিরে সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথেরের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া এবং আন্তর্জাতিক বৌদ্ধ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ কথা বলেন।

এ সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন রাজস্ব আয় বাড়ছে জানিয়ে এ তাপস বলেন, ‘আমি করোনা মহামারির মাঝে মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেছি। সে সময় আমাদের রাজস্ব আয় ছিল ৫১২ কোটি টাকা। মহামারির প্রথম আর্থিক বছরেই আমরা ৭০৩ কোটি টাকা রাজস্ব আদায় করতে সক্ষম হয়েছি। এই অর্থবছরে ইনশাল্লাহ তা ৯০০ কোটি টাকা ছাড়িয়ে যাবে। কোনও কর না বাড়িয়েই যদি আমরা এই হারে রাজস্ব আদায় বাড়াতে পারি, তাহলে আমি বিশ্বাস করি আমার মেয়াদের বাকি সময়ে রাজস্ব আদায়ের পরিমাণ দেড় হাজার কোটি টাকায় উন্নীত হবে।’

মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, ‘শুদ্ধানন্দ মহাথের আচার-আচরণ ও আতিথেয়তা দিয়ে মানুষকে কাছে টেনে নিয়েছেন। তাই, আজকের এই অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিয়ে তাকে শ্রদ্ধা নিবেদন করতে পেরে আমরা সবাই ধন্য।’           

বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা-৬ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী বলেন, ‘১৯৯৬ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত দীর্ঘ ২৪ বছরে আমি অনেকবারই এখানে এসেছি। যখনই এসেছি, তিনি তার স্নেহ-ভালোবাসা দিয়ে আমাকে জড়িয়ে ধরেছেন। সে মানুষটি আজ এখানে তা ভাবতেই কষ্ট হচ্ছে।’                 

জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন পরিষদের সভাপতি ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথেরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন পরিষদের মহাসচিব প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া, সম্প্রীতি বাংলাদেশের সদস্যসচিব প্রফেসর ডা. মামুন আল-মাহতাব স্বপ্নীল, দক্ষিণ সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চিত্তরঞ্জন দাস প্রমুখ বক্তব্য দেন।