ধর্ষণের ঘটনায় অসঙ্গতিপূর্ণ রিপোর্ট দেওয়ায় চিকিৎসককে তলব

ব্রাক্ষণবাড়িয়ায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার মেডিক্যাল রিপোর্টে অসঙ্গতিপূর্ণ তথ্য থাকায় ব্রাক্ষণবাড়িয়া সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. শারমিন হককে তলব করেছেন হাইকোর্ট। আগামী ৫ এপ্রিল তাকে সশরীরে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলেছেন আদালত।

মামলার আসামির জামিন আবেদনের শুনানি নিয়ে বুধবার (৯ মার্চ) বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আসামির জামিন আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট আলী আহসান। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল জাহিদ আহমদ হিরো।

পরে জাহিদ আহমদ হিরো বলেন, ‘ব্রাক্ষণবাড়িয়ার ওই কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা করা হয়। সেই মামলায় আসামি মো. সুমন মিয়া হাইকোর্টে  জামিন চেয়ে আবেদন জানান। জামিন শুনানিকালে কিশোরীর মেডিক্যাল রিপোর্টে কিছু অসঙ্গতি নজরে আসায় এর ব্যাখ্যা দিতে ডা. শারমিন হককে তলব করেছেন হাইকোর্ট।