‘রঙ যেন মোর মর্মে লাগে, আমার সকল কর্মে লাগে’ (ফটো স্টোরি)

রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় আজ কণ্ঠে কণ্ঠে ‘রঙ যেন মোর মর্মে লাগে, আমার সকল কর্মে লাগে/সন্ধ্যাদীপের আগায় লাগে, গভীর রাতের জাগায় লাগে’ গেয়ে ওঠার দিন। প্রতিবছর ফাল্গুন মাসের পূর্ণতিথিতে, মূলত দোল পূর্ণিমার দিনে এই উৎসবের আয়োজন হয়। এই দিনে ফাগুনের সব রঙ যেন আজ ধারণ করে মানুষ। ধর্ম-বর্ণ-বয়স ভুলে সবাই মেতে ওঠে রঙ আর আবিরের খেলায়। এটি হোলি উৎসব নামেও পরিচিত।

গেল দুই বছর করোনাভাইরাসের প্রভাব কাটিয়ে এবছর আবার হিন্দু ধর্মাবলম্বীরা মেতে উঠেছেন তাদের অন্যতম এই উৎসবে। শুক্রবার (১৮ মার্চ) সকাল ৮টা থেকে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পূজা, আবির খেলা ও কীর্তন অনুষ্ঠিত হচ্ছে। কেবল রঙের গুঁড়ো নয়, যেন মনের রঙই মিশিয়ে দিচ্ছেন একে-অন্যকে। সনাতন ধর্মের মানুষরা বিশ্বাস করেন, অশুভকে ধ্বংস করে নতুনকে স্বাগত জানানোই এই পূজার উদ্দেশ্য।

ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে তোলা ছবি

দোলযাত্রা-(4)

দোলযাত্রা (6)

দোলযাত্রা (12)

দোলযাত্রা (3)

দোলযাত্রা (7)

দোলযাত্রা (11)

দোলযাত্রা (2)