‘ন্যাশনাল পার্লামেন্ট’ শব্দটি ভুল

আমাদের প্র্যাতহিক জীবনে ‘ন্যাশনাল পার্লামেন্ট’ শব্দটি আমরা অহরহ বলে থাকি বা লিখে থাকি। কিন্তু এটি সম্পূর্ণ ভুল এবং আইনসম্মত নয় বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক মিজানুর রহমান।

বুধবার (২৩ মার্চ) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত এক অনুষ্ঠানে স্পিকার শিরিন শারমিন চৌধুরীর উপস্থিতিতে তিনি একথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিরিন শারমিন চৌধুরী এবং তার পরিচয় হিসেবে ব্যানারে লেখা ছিল— ‘স্পিকার, ন্যাশনাল পার্লামেন্ট’।

স্পিকারকে উদ্দেশ করে মিজানুর রহমান বলেন, ন্যাশনাল পার্লামেন্ট হতেই পারে না। এটি ভুল। সংবিধান অনুযায়ী, বলা আছে ‘হাউজ অব দি নেশন’।

তিনি বলেন, ‘সংবিধানে বলা আছে— ‘জাতীয় সংসদ’ এবং ইংলিশে বলা আছে ’হাউজ অব দি নেশন’।

অধ্যাপক মিজান বলেন, ‘যখন কেউ কথা বলছে তখন হয়তো বলতে পারে, কিন্তু লেখার সময়ে ন্যাশনাল পার্লামেন্ট লেখা ভুল। সাধারণভাবে আলোচনার সময়ে বলা যায়, কিন্তু আইনগতভাবে ন্যাশনাল পার্লামেন্ট শব্দটি ভুল।’

অনুষ্ঠান শেষে স্পিকারের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘সংবিধানে বলা আছে— হাউজ অব দি নেশন।’