‘শোক থেকে শক্তি: অদম্য পদযাত্রা’ (ফটো স্টোরি)

১৯৭১ সালেই দেশমাতার মুক্তির অভিপ্রায়ে ‘বিশ্ব বিবেক জাগরণ’ পদযাত্রায় বাংলাদেশ থেকে দিল্লি অভিমুখে হেঁটে অসামান্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন একদল অভিযাত্রী। সেই অসামান্য দৃষ্টান্ত অনুসরণ করে গেল কয়েকবছর ধরে দলমত নির্বিশেষে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত পদযাত্রা করা হয়। অভিযাত্রী নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে এই পদযাত্রার অংশীদার হিসেবে আছে ইতিহাস ও ঐতিহ্যর ধারক বাহক মুক্তিযুদ্ধ জাদুঘর।

স্বাধীনতার ৫১তম বার্ষিকী উপলক্ষে শনিবার (২৬ মার্চ) সকাল ৬টায় ‘শোক থেকে শক্তি: অদম্য পদযাত্রা’ শীর্ষক এ পদযাত্রাটি শুরু হয়েছে। পদযাত্রায় তরুণ-তরুণীদের সঙ্গে যুক্ত হয়েছেন বরেণ্য শিক্ষাবিদ ও লেখক ড. ‍মুহম্মদ জাফর ইকবাল, ‍মুক্তিযুদ্ধের অন্যতম ট্রাস্টি মফিদুল হক, একাত্তরের ‘বিশ্ব বিবেক জাগরণ’ পদযাত্রায় অংশ নেওয়া পদযাত্রী কামরুল আমান প্রমুখ।

পদযাত্রা (6)

পদযাত্রা (13)

পদযাত্রা (14)

পদযাত্রা (5)

পদযাত্রা (3)

পদযাত্রা (4)