রোহিঙ্গা সংকট হারিয়ে যায়নি

পৃথিবীর বিভিন্ন প্রান্তে অনেক ঝামেলার মাঝেও রোহিঙ্গা সংকট হারিয়ে যায়নি বলে মনে করেন সাবেক পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক।

মঙ্গলবার (২৯ মার্চ) জয়েন্ট রেসপন্স প্ল্যানে ৮৮ কোটি ডলার অর্থ সংগ্রহে জাতিসংঘের আহ্বান এবং একইদিনের যুক্তরাষ্ট্রের ১৫ কোটি ২০ লাখ ডলার তহবিল দেওয়ার ঘোষণাকে ইতিবাচক হিসেবে মন্তব্য করেছেন তিনি।

এ বিষয়ে মো. শহীদুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত বছর ৯৪ কোটি ৩০ লাখ ডলারের মধ্যে ৭২ শতাংশ অর্থ পাওয়া গেছে, যা একটি ভালো দিক। এটি খুব স্বাভাবিক যা বাজেট ধরা হয়, সেটির পূর্ণ অংশ কখনোই পাওয়া যায় না।’

আগের বছরের থেকে এবছর বাজেট কম হওয়ার বিষয়ে তিনি বলেন, ‘স্থায়ী সম্পদ যেমন পাকা কাঠামো বা গাড়ি বা অন্যকিছু প্রতিবছর লাগে না। এর ফলে প্রথমদিকে বেশি খরচ হয়। অপরদিকে মনে হচ্ছে, জাতিসংঘ তাদের আন্তর্জাতিক কর্মকর্তাদের সংখ্যা কমিয়ে আনছে।’

ভাসানচরের বিষয়ে তিনি বলেন, ‘আমার সময় থেকেই ভাসানচরের বিষয়টি জয়েন্ট রেসপন্স প্ল্যানে উল্লেখ ছিল। এবার ভালো খবর যে, ভাসান চরের জন্য ১০ কোটি ডলার বরাদ্দ রাখা হয়েছে।’

রোহিঙ্গা শরণার্থীদের জন্য মানবিক কর্মকাণ্ডের ক্ষেত্রে অধিকারের বিষয়টি বাংলাদেশ সবসময় বিরোধিতা করেছে জানিয়ে তিনি বলেন, ‘আমাদের পক্ষ থেকে সবসময় প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়েছে।’

উল্লেখ্য, রোহিঙ্গা শরণার্থীদের মানবিক কর্মকাণ্ডের জন্য ২০২২ সালে  ৮৮ কোটি ডলার সহায়তা চাওয়া হয়েছে। মঙ্গলবার চলতি বছরের  জয়েন্ট রেসপন্স প্ল্যান (জেআরপি)  কক্সবাজার ও ভাসান চরে অবস্থিত প্রায় ৯ লাখ ১৮ হাজার রোহিঙ্গা শরণার্থী ও তাদের আশে-পাশে থাকা প্রায় ৫ লাখ ৪০ হাজার  বাংলাদেশি মিলিয়ে মোট প্রায় ১৪ লাখ মানুষের সহায়তার জন্য এই অর্থ চাওয়া হয়