ছবিতে ‘জয় বাংলা’র মোড়ক উন্মোচন

বাংলা ট্রিবিউনের উদ্যোগে ও মোবাইলে আর্থিক সেবাপ্রদানকারী প্রতিষ্ঠান নগদ-এর পৃষ্ঠপোষকতায় বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের সংগঠক ও গবেষকসহ ৫০ জনের সাক্ষাৎকারভিত্তিক গ্রন্থ ‘জয় বাংলা’র মোড়ক উন্মোচন হয়েছে।

বুধবার (৩০ মার্চ) রাজধানীর একটি হোটেলে বইটির মোড়ক উন্মোচন করা হয়। মোড়ক উন্মোচন করেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার, মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ, বাংলা ট্রিবিউনের প্রকাশক কাজী আনিস আহমেদ, সম্পাদক জুলফিকার রাসেল, নগদ-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশু। এ সময় অতিথিদের উত্তরীয় পরিয়ে দেওয়া হয় এবং ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।

বর্ণাঢ্য এ আয়োজনের কয়েকটি মুহূর্ত ক্যামেরাবন্দি করেছেন আলোকচিত্রী নাসিরুল ইসলাম।

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বারের সঙ্গে বীর মুক্তিযোদ্ধা, শিল্পী শাহাবুদ্দিন আহমেদডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বারের সঙ্গে সংসদ সদস্য রাশেদ খান মেননস্বাধীন বাংলা ফুটবল টিমের সংগঠক জাকারিয়া পিন্টুকে উত্তরীয় পরিয়ে দিচ্ছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রীঅধ্যাপক এম আনোয়ার হোসেনের হাতে সম্মাননা তুলে দিচ্ছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রীবীর মুক্তিযোদ্ধা মো. ওবায়দুল্লাহর হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রীবীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জেড আই খান পান্নার হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রীবীর মুক্তিযোদ্ধা মাহবুব উদ্দিন আহমদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হচ্ছেডাক ও টেলিযোগাযোগমন্ত্রীর হাত থেকে ক্রেস্ট নিচ্ছেন বীর মুক্তিযোদ্ধা কামরুল হাসান খানক্রেস্ট নিচ্ছেন বীর মুক্তিযোদ্ধা ও নারীনেত্রী রোকেয়া কবীর ক্রেস্ট নিচ্ছেন বীর মুক্তিযোদ্ধা আবুল বারাক আলভী

সুজেয় শ্যামের হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বাংলা ট্রিবিউনের প্রকাশক কাজী আনিস আহমেদবক্তব্য রাখছেন বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেল

বক্তব্য রাখছেন নগদ-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক

275468166_5359940257372227_8882998905323373472_n