সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ক্ষতিকর কন্টেন্ট সরাতে হাইকোর্টের রুল

ফেসবুকসহ সব সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ক্ষতিকর কন্টেন্ট সরাতে ‘বিবাদীদের নিস্ক্রীয়তা’কে কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে ফেসবুক থেকে ক্ষতিকর কন্টেন্ট অপসারণের যে ক্ষমতা দেওয়া আছে সেসব প্রয়োগ করতে কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে সেটাও জানতে চাওয়া হয়েছে।

সোমবার (১১ এপ্রিল) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী তাপস কান্তি বল। বিটিআরসির পক্ষে শুনানি করেন আইনজীবী খন্দকার রেজা-ই রাকিব।

এর আগে ফেসবুক নিয়ন্ত্রণকারীরা যেন দ্রুত ক্ষতিকর কন্টেন্ট অপসারণ করতে পারে তার নির্দেশনা চেয়ে ঢাকার বাসিন্দা সেলিম সামাদ, ভিক্টর রায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক এস এম মাসুম বিল্লাহসহ চার ব্যক্তি রিট দায়ের করেন। ২০২১ সালের ২০ ডিসেম্বর রিটটি দায়ের করা হয়।

প্রসঙ্গত, এর আগে বিবাদীদের একই বিষয়ে আইনি নোটিশ দেওয়া হয়। তবে সে নোটিশের জবাব না পেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়।