রাজধানীতে স্বর্ণের দোকানে ডাকাতি, আহত ১

ডাকাতিরাজধানীর কুড়িলের কুড়াতলী এলাকায় একটি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় দুর্বৃত্তদের ছোড়া হাত বোমার বিস্ফোরণে এক নারী আহত হয়েছেন। আহত নারীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। শনিবার রাত পৌনে নয়টার দিকে এই ডাকাতির ঘটনা ঘটে।  ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল মুত্তাকিম এ তথ্য জানান।
জানা গেছে, শনিবার রাত পৌনে নয়টার দিকে কুড়িলের কুড়াতলী এলাকার ক-২০ ঠিকানার নিউ আইকে জুয়েলার্সে এ ঘটনা ঘটে। পাঁচতলা ভবনের নিচতলায় ছিল এই স্বর্ণের দোকান। ডাকাতি শেষে দোকান থেকে বের হওয়ার সময় ৫/৬টি হাত বোমার বিস্ফোরণ ঘটান দুর্বৃত্তরা। এতে জোহরা খাতুন নামের নারী আহত হয়েছেন।
নিউ আইকে জুয়েলার্সের মালিক জামাল উদ্দিন বলেন, ক্রেতা সেজে ৪/৬ জন দোকানের ভেতরে প্রবেশ করেন। এক পর্যায়ে তারা অস্ত্র ঠেকিয়ে দোকান থেকে স্বর্ণ নিয়ে পালিয়ে যান। প্রায় ১৬ লাখ টাকার ৩২ ভরি স্বর্ণ তারা নিয়ে গেছেন। দোকান থেকে বের হওয়ার সময় ৫/৬টি হাত বোমা ফাটান দুর্বৃত্তরা।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল মুত্তাকিম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। এ ঘটনায় জড়িতদের ধরতে ব্যবস্থা নেওয়া হবে। একজন নারী আহত হয়েছেন, তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হচ্ছে।

/জেইউ/সিএ/এমএনএইচ/