চাপ সামলাতে অফিস সময় ও জনবল বাড়িয়েছে ভারতীয় ভিসা সেন্টার

ভিসা আবেদনকারীদের চাপ সামলাতে জনবল ও অফিসের সময় বাড়িয়েছে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র। একই সঙ্গে ভিড় নিয়ন্ত্রণ ও শৃঙ্খলার জন্য জনবল বৃদ্ধি ও বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে। রবিবার বন্ধ থাকার কথা থাকলেও ভিসা আবেদনকারীদের জন্য কার্যক্রম চালু রেখেছে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র।

রবিবার (১৭ এপ্রিল) সকাল ৯টা পর্যন্ত ভিসা সেন্টার ফটক থেকে মূল সড়ক পর্যন্ত দীর্ঘ লাইন ছিল। তবে দ্রুত আবেদনকারীদের ভিসা কেন্দ্রে প্রবেশ করায় সাড়ে ৯টার পর থেকে লাইন শূন্য হয়ে পড়ে।

আগে প্রতিদিন বেলা ১টা পর্যন্ত ভিসা আবেদন গ্রহণ করা হতো, তবে চাপ বাড়ায় আবেদন জমা নেওয়া হবে বেলা ৪টা পর্যন্ত। ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র জানিয়েছে, ভিসা কেন্দ্র সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। ভিসা বিতরণ করা হবে বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত। আবেদনকারীদের সুবিধার জন্য জনবল বাড়ানো হয়েছে। বয়স্ক ও মুক্তিযোদ্ধাদের সুবিধার জন্য বিশেষ সহায়তা করা হবে। কাউন্টারে অতিরিক্ত জনবল বাড়ানো হয়েছে।

ভারতীয় ভিসা (1)

জানা গেছে, গত রবিবার থেকে যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা কেন্দ্রে ভিসা প্রার্থীদের ভিড় বেড়েছে। ভোরে এসে লাইনে দাঁড়িয়েছেন অনেকেই। রাত পর্যন্ত লাইনে দাঁড়িয়েও অনেকে ভিসার আবেদন জমা দিতে পারেনি।

ভারতীয় ভিসা (2)

সরজমিনে দেখা গেছে, আবেদনকারীদের লাইন ঠিক রাখতে অতিরিক্ত জনবল নিয়োগ করা হয়েছে। একই সাথে পুলিশ মোতায়েন রয়েছে। সারিবদ্ধভাবে ভিসা কেন্দ্রে প্রবেশ করছেন আবেদনকারীরা।

ভারতীয় ভিসা (5)

ঈদের ছুটিতে ভারতের সিকিম যাবেন রাকিব হোসেন। তিনি বলেন, গত কয়েকদিন অনেক ভিড় হয়েছে শুনেছি। কিন্তু আজকে কোনও ভিড় নেই। ব্যবস্থাপনা ভালো।

আরেক ভিসা প্রত্যাশী আজমল হক বলেন, গত কয়েকদিন আমার পরিচিত অনেকেই দির্ঘ লাইনে দাঁড়িয়েও আবেদন জমা দিতে পারেননি। কিন্তু আজকে আমি এসে সহজে জমা দিলাম।