যিশু খ্রিস্টের ফিরে আসার স্মরণে (ফটো স্টোরি)

নানা উৎসব ও আয়োজনের মধ্য দিয়ে আজ রবিবার (১৭ এপ্রিল) পালিত হচ্ছে ‘ইস্টার সানডে’। সারা বিশ্বের মতো বাংলাদেশের খ্রিস্টান সম্প্রদায় তাদের অন্যতম এ ধর্মীয় উৎসব যথাযথ মর্যাদায় পালন করছে। দিবসটি উপলক্ষে প্রতিটি গির্জা অপরূপ সাজে সাজানো হয়েছে। সকাল থেকেই দেশের সব চার্চেই বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হচ্ছে। 

খ্রিস্টান ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, যিশু খ্রিস্টের মৃত্যুর তৃতীয় দিনে রবিবার তিনি ফিরে আসেন। পুনরুত্থানের ওই রবিবারটি ইস্টার সানডে হিসেবে পরিচিত। যিশু খ্রিস্টের এই ফিরে আসার দিন স্মরণে, দেশে দেশে খ্রিস্টান ধর্মাবলম্বীরা পালন করেন ইস্টার সানডে।

দিবসটি উপলক্ষে জাতীয় সংসদ ভবনের সামনে রাজধানী উচ্চ বিদ্যালয়ে আয়োজিত প্রার্থনা সভার চিত্র- 

ইস্টার সানডে (5)

ইস্টার সানডে (9)

ইস্টার সানডে (7)ইস্টার সানডে (15)

ইস্টার সানডে (6)

ইস্টার সানডে (14)

ইস্টার-সানডে