নিউমার্কেটে সংঘর্ষের ঘটনার তদন্ত চলছে, ব্যবস্থা নেওয়া হবে: আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ বলেছেন, নিউ মার্কেটে ব্যবসায়ী ও শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা পুলিশ তদন্ত করছে। এটি সবার সামনে ঘটেছে, অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এজন্য একটু ধৈর্য ধারণ করার কথা বলেন তিনি।

শুক্রবার (২২ এপ্রিল) রাজধানীর রাজারবাগে পুলিশ কেন্দ্রীয় জামে মসজিদে পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় আইজিপি বলেন, শুধু সিসিটিভি ফুটেজ নয়, প্রত্যেক সাংবাদিকের ক্যামেরার ফুটেজও রয়েছে। সংঘর্ষে প্রাণহানি ঘটেছে, আইন লঙ্ঘনের ঘটনা ঘটেছে। এ বিষয়ে যে ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া দরকার তা নেওয়া হবে। নিউ মার্কেটের সংঘর্ষের ঘটনা সবার সামনে ঘটেছে। এ বিষয়ে নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হবে।

নিউ মার্কেটের ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের উদ্দেশে আইজিপি বলেন, এ ধরনের ঘটনা সবার পরিহার করা উচিত। এতে দেশ ও দেশের বাইরে জাতি হিসেবে নেতিবাচক ধারণা তৈরি হয়।