নাড়ির টানে বাড়ির পানে (ফটো স্টোরি)

করোনার সংক্রমণে গেল দুই বছরের ঈদ কেটেছে নানারকম বিধিনিষেধ নিয়ে। অনেকেই সেই ঝক্কি ঝামেলা এড়াতে আত্মীয়-স্বজনদের ছেড়ে ঢাকাতেই ঈদ করেছেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী সোম কিংবা মঙ্গলবার ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি বলছে, করোনাভাইরাস প্রকোপ কমে আসায় এবার প্রায় দ্বিগুণ সংখ্যক মানুষ গ্রামের বাড়িতে যাবেন ঈদ উদযাপন করতে। ঈদ উপলক্ষে আজ শুক্রবার (২৯ এপ্রিল) থেকে সরকারি ছুটি শুরু হওয়ায় অনেকেই ছুটছেন গ্রামের পানে। ভোর থেকেই রাজধানীর বাস টার্মিনাল, নৌবন্দর ও রেল স্টেশনে নেমেছে ঘরমুখো মানুষের ঢল।


রাজধানীর বিমানবন্দর রেল স্টেশন থেকে তোলা ছবি-

নাড়ির টানে বাড়ির পানে (19)

নাড়ির টানে বাড়ির পানে (1)

নাড়ির টানে বাড়ির পানে (5)

নাড়ির টানে বাড়ির পানে (4)

নাড়ির টানে বাড়ির পানে (9)

নাড়ির টানে বাড়ির পানে (16)

নাড়ির টানে বাড়ির পানে (20)