পুরান ঢাকার ঐতিহ্য সংরক্ষণে ইইউ’র ‘রিভার হেরিটেজ’  

পুরান ঢাকার ঐতিহ্য ও সংস্কৃতিকে সংরক্ষণের জন্য একটি প্রকল্প গ্রহণ করেছে ইউরোপিয়ান ইউনিয়ন। ‘রিভার হেরিটেজ’ নামে প্রকল্পটি আগামী ২০২৩ থেকে ২০২৪ সার পর্যন্ত চলমান থাকবে।

সোমবার (৯ মে) সন্ধ্যায় স্থানীয় একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি।

তিনি জানান, এ প্রকল্পে পুরান ঢাকার আর্কিটেকচারাল প্রথা, মানুষের জীবনযাত্রা এবং নদী ও শহরের মধ্যকার বন্ধনকে বিশ্লেষণ করা হবে।

রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বলেন, ‘বিদেশিদের জন্য পুরান ঢাকা একটি অভূতপূর্ব জায়গা। পুরান ঢাকার দৃশ্যমান ও অদৃশ্যমান স্মৃতি রক্ষা করা অত্যন্ত জরুরি। এজন্য এ প্রকল্পটি ইউরোপিয়ান ইউনিয়নের পক্ষ থেকে ব্রিটিশ কাউন্সিল, গ্যেটে ইনস্টিটিউট, আলিয়ঁস ফ্রঁসেজসহ আরও কিছু প্রতিষ্ঠানের সহযোগিতায় সম্পন্ন করা হবে।’