ভোজ্যতেলের সিন্ডিকেট ভেঙে দেওয়ার দাবি

ভোজ্যতেল ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দিয়ে, জনগণের সঙ্গে প্রতারণাকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন গণতান্ত্রিক বাম ঐক্যের নেতারা।

বুধবার (১১ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে বাম ঐক্যের গণ সমাবেশে এ দাবি জানানো হয়।

সমাবেশে নেতারা বলেন, ভোজ্যতেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যে সরকার সমর্থিত সিন্ডিকেট ভেঙে দিতে হবে।

নেতারা আরও বলেন, সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী ভোজ্যতেলের মূল্য বৃদ্ধির কারণে তেল ব্যবসায়ী সিন্ডিকেটের পক্ষে বক্তব্য দিয়ে চলেছেন। এ বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছে গণতান্ত্রিক বাম ঐক্য।

সভায় সভাপতিত্ব করেন বাম ঐক্যের সমন্বয়কারী ও সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক সামছুল আলম। আরও বক্তব্য রাখেন বাংলাদেশের সাম্যবাদী দলের (এমএল) সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হারুন চৌধুরী। সোশাল ডেমোক্রেটিক পার্টির (এসডিপি) আহ্বায়ক আবুল কালাম আজাদ ও প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি)-এর মহাসচিব হারুন আল রশিদ খান।