‘স্তব্ধ দেশকে উন্নয়নের পথে ধাবিত করে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ)। মঙ্গলবার (১৭ মে) সকাল ৯টায় দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরাল ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিশ্ববিদ্যালয় পরিবার পুষ্পস্তবক অর্পণ করে।

পুষ্পস্তবক অর্পণ শেষে বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রাশসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ বলেন, ‘শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন স্তব্ধ বাংলাদেশকে উন্নয়নের পথে ধাবিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আগামী দিনে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।’

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, নার্সিং ও মেডিক্যাল টেকনোলজিস্ট অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বনিক, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, রেজিস্ট্রার ডা. স্বপন কুমার, বিএসএমএমইউ শাখা স্বাচিপের সদস্য সচিব সহযোগী অধ্যাপক ডা. আরিফুল ইসলাম জোয়ারদার টিটো প্রমুখ।