এডিপিতে সরকারের নিজস্ব জোগান দেড়লাখ কোটি টাকা

আগামী ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বাস্তবায়নে সরকার তার নিজস্ব তহবিল থেকে জোগান দেবে এক লাখ ৫৩ হাজার ৯শ’ কোটি টাকা। এডিপি বাস্তবায়নে মোট ২ লাখ ৪৬ হাজার কোটি টাকার বাকি ৯৩ হাজার কোটি টাকা আসবে  বৈদেশিক উৎস বা ঋণ  থেকে।  জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) সভায় ২০২২-২৩ অর্থবছরের জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ২ লাখ ৪৬ হাজার কোটি টাকা।

মঙ্গলবার (১৭ মে) অনুষ্ঠিত এনইসি সভা শেষে এ তথ্য জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

তিনি জানান, এনইসি সভায় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা করপোরেশনের ৯ হাজার ৯৩৭ কোটি ১৮ লাখ টাকার এডিপিও অনুমোদিত হয়েছে, যার মধ্যে জিওবি অর্থায়ন ৭ হাজার ১০৪ কোটি এবং বৈদেশিক ঋণ ২ লাখ ৫৬ হাজার কোটি টাকা।

স্বায়ত্তশাসিত বা করপোরেশনের প্রকল্পসহ এডিপির সর্বমোট আকার নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৬ হাজার ৩ কোটি টাকা। নতুন ২০২২-২৩ অর্থবছরে এডিপিতে মোট প্রকল্প ১ হাজার ৪৩৫টি। এর মধ্যে বিনিয়োগ প্রকল্প ১ হাজার ২৪৪টি, কারিগরি সহায়তা প্রকল্প ১০৬টি এবং স্বায়ত্তশাসিত সংস্থা/করপোরেশনের নিজস্ব অর্থায়নে ৮৫টি প্রকল্প।