মোবাইল ফোন চুরির অভিযোগে ৮ জন গ্রেফতার

মোবাইল ফোন চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে একটি চক্রের ৮ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপির গোয়েন্দা উত্তরা বিভাগ। রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে মঙ্গলবার (১৭ মে) তাদের গ্রেফতার করা হয়।

তারা হলেন মনির হোসেন (২৮), মো. মোতাহার হোসেন (৫৫), মো. সুরুজ হোসেন (২২), মো. শাহজালাল (২৩), মো. মেহেদী হাসান (২০), কুমার সানি (২৫),  মো. হৃদয় (২৫) ও শামীম ওসমান (১৯)। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১৫৮টি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ এবং নগদ ১ লাখ ১৮ হাজার টাকা উদ্ধার করা হয়।

বুধবার (১৮ মে) রাজধানীর মিন্টো রোডে আয়োজিত সংবাদ সম্মেলনে গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ঢাকা শহরের বিভিন্ন স্থানে মোবাইল ফোন চুরিসহ সংঘবদ্ধ চোর চক্রের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।’

হাফিজ আক্তার জানান, ২৯ এপ্রিল মামলার বাদী উত্তরা পশ্চিম থানাধীন ১০ নম্বর সেক্টর কেন্দ্রীয় জামে মসজিদে নামাজ পড়তে গেলে মসজিদের অজুখানা থেকে তার মোবাইল ফোন চুরি হয়ে যায়। বাদী ১৬ মে উত্তরা পশ্চিম থানায় মামলা করেন। ডিএমপি’র গোয়েন্দা উত্তরা বিভাগের উত্তরা জোনাল টিম ওই ঘটনায় ছায়া তদন্ত শুরু করে।

টিম লিডার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লুর নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন, সিসি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে ফোর্সের সহায়তায় উত্তরা পশ্চিম থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। পরে ১৭ মে ঘটনার সঙ্গে জড়িত আসামিদের গ্রেফতার করা হয়।