ডিএসসিসি’র ৫২ নম্বর ওয়ার্ডে সুপেয় পানি সরবরাহের দাবি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের-ডিএসসিসি’র ৫২ নম্বর ওয়ার্ডে সুপেয় পানি সরবরাহের দাবি জনিয়েছেন  আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির তরুণ রাজনৈতিক নেতারা।

বুধবার (১৮ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি হলে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রাজনৈতিক ফেলো আয়োজিত  সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে আয়োজকরা তাদের লিখিত বক্তব্যে বলেন,  বছরজুড়েই সুপেয় পানির সংকট থাকে ঢাকা মহানগরের  অন্তর্গত কদমতলী থানার ৫২ নম্বর ওয়ার্ডে। তবে শুষ্ক মৌসুমে এ সংকট আরও তীব্র হয়। দুই-তিন মাস ধরে অনেকেই বাধ্য হয়ে জলাশয়ের দূষিত পানি পান করছেন। এতে ডায়রিয়াসহ পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্তের সংখ্যাও বাড়ছে দিন দিন।

সুপেয় পানি সংকট নিরসনে জনপ্রতিনিধিদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও কোনও ফল পাওয়া যায়নি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।

বক্তাদের অভিযোগ, দেশ উন্নত হচ্ছে, ঘটছে প্রযুক্তির বিকাশ। দুর্গম পাহাড়েও মানুষ সুপেয় পানি পাচ্ছেন। অথচ কদমতলী থানার ৫২ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা সুপেয় পালি সংকটে ভুগছেন।

এমতাবস্থায়, কদমতলী থানার ৫২ নম্বর ওয়ার্ডে সুপেয় পানি সরবরাহের ব্যবস্থা করে, পাশাপাশি সুপেয় পানি সংরক্ষণ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তরুণ রাজনৈতিক সদস্যরা।

সংবাদ সম্মেলনে ছিলেন– ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আরিফা সুলতানা, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য মো. রাশেদুল ইসলামসহ প্রমুখ।