ছাত্রলীগ নেতা জোবায়েরের জামিন, সাঈদী রিমান্ডে

সবুজবাগ থানায় অস্ত্র আইনে করা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহ-সভাপতি দেলোয়ার হোসেন সাঈদীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তবে পুলিশের কাজে বাধা দেওয়ার মামলায় সাঈদীর এবং ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জোবায়ের আহমেদের জামিন মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (২০ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহনা আলমগীরের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন সবুজবাগ থানার মামলায় সাঈদী ও জোবায়েরকে আদালতে হাজির করে সংশ্লিষ্ট থানা পুলিশ। এরপর অস্ত্র, মাদক ও পুলিশের কাজে বাধার মামলায় সাঈদীর ৫ দিন করে মোট ১৫ দিনের রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা সবুজবাগ থানার পুলিশের উপ-পরিদর্শক রবীন্দ্রনাথ সরকার। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক শুধু অস্ত্র মামলায় তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

অপরদিকে, পুলিশের কাজে বাধা দেওয়ার মামলায় ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জোবায়ের আহমেদের ৫ দিনের রিমান্ডের আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক রিমান্ড নামঞ্জুর করে জোবায়ের জামিন মঞ্জুর করেন।

এর আগে, বৃহস্পতিবার রাতে মাদক, অস্ত্র ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহ-সভাপতি দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করে র‌্যাব। এছাড়া ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জোবায়ের আহাম্মেদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে আরেকটি মামলা করে।

জানা যায়, স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ব্যবহার করে চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহ-সভাপতি দেলোয়ার হোসেন সাঈদীকে আটক করে র‍্যাব। তখন তাকে ছাড়িয়ে আনতে ঘটনাস্থলে যান জোবায়ের ও তার নেতাকর্মীরা। এসময় ছাত্রলীগের নেতাকর্মীরা র‍্যাবের সঙ্গে বাগবিতণ্ডায় লিপ্ত হন। জোবায়ের ও নেতাকর্মীরা র‍্যাবের সঙ্গে খারাপ আচরণ করলে র‍্যাব তাকেও আটক করে নিয়ে যায়। এরপর মামলা দায়ের করে সবুজবাগ থানা পুলিশের কাছে জোবায়েরকে হস্তান্তর করে র‍্যাব।