প্রথম আলোর বিরুদ্ধে করা রিট আবেদন খারিজ

সংসদ সদস্যদের নামের আগে ‘সাংসদ’ শব্দ লেখার বিষয়ে দুঃখ প্রকাশ করায় প্রথম আলোর বিরুদ্ধে হওয়া রিট আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

রবিবার (২২ মে) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে প্রথম আলো’র পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান। অন্যদিকে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব।

শুনানিকালে ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান আদালতকে বলেন, "সাংসদ" শব্দ লেখা নিয়ে প্রথম আলো পত্রিকাকে একটি আইনি নোটিশ দেওয়া হয়। নোটিশ পাওয়ার পর গত ৯ মে থেকে প্রথম আলো সংসদ সদস্যদের (এমপি) নামের আগে ‘সাংসদ’ শব্দের পরিবর্তে সংসদ সদস্য শব্দ লেখা শুরু করেছে।

তবে এর আগে দীর্ঘদিন ধরে "সাংসদ" শব্দ ব্যবহার করায় হাইকোর্টের কাছে দুঃখ প্রকাশ করেন প্রথম আলোর আইনজীবী।

পরে রিট আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন হাইকোর্ট।

প্রসঙ্গত, গত ২৭ এপ্রিল দৈনিক প্রথম আলো পত্রিকায় সংসদ সদস্যদের নামের আগে ‘সাংসদ’ শব্দ ব্যবহার নিষিদ্ধ এবং সংবিধান লঙ্ঘনের অভিযোগে পত্রিকাটির সম্পাদক ও প্রকাশকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠানো হয়। মানবাধিকার সংগঠন ল’ অ্যান্ড লাইফ ফাউন্ডেশনের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব, ব্যারিস্টার মোহাম্মদ কাওছার ও ব্যারিস্টার মো. মাজেদুল কাদের এ নোটিশ প্রেরণ করেন।

তবে সে নোটিশের জবাব না পেয়ে গত ১৬ মে দৈনিক প্রথম আলো পত্রিকায় সংসদ সদস্যদের নামের আগে ‘সাংসদ’ শব্দ ব্যবহার নিষিদ্ধ এবং সংবিধান লঙ্ঘনের অভিযোগে পত্রিকাটির সম্পাদক ও প্রকাশকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়।

ল’ অ্যান্ড লাইফ ফাউন্ডেশনের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব, ব্যারিস্টার মোহাম্মদ কাওছার ও ব্যারিস্টার মো. মাজেদুল কাদের এ রিট দায়ের করেন।

রিটে প্রথম আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক, তথ্য ও সম্প্রচার বিষয়ক মন্ত্রণালয় সচিব, আইন মন্ত্রণালয় সচিবসহ ১০ জনকে বিবাদী করা হয়।