মাংকিপক্স: সতর্ক রয়েছে বিমানবন্দরগুলো

করোনা মহামারির প্রকোপ কমতে না কমতেই নতুন করে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে অতিসংক্রামকশীল ‘মাংকিপক্স’। এ পর্যন্ত বিশ্বের ১২টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে ভাইরাসটি। বাংলাদেশে এ ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দেশের প্রতিটি বন্দরে (স্থল, নৌ এবং বিমান) করোনার পাশাপাশি বাড়তি নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদফতর।

দেশের সব বিমানবন্দরে সতর্ক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম. মফিদুর রহমান। সোমবার (২৩ মে) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, সব যাত্রীকে স্ক্রিনিংয়ের আওতায় আনা হবে।

বেবিচক চেয়ারম্যান বলেন, মাংকিপক্স নিয়ে ঢাকাসহ দেশের সব বিমানবন্দর সতর্ক অবস্থানে রয়েছে। বাংলাদেশে আসা সব যাত্রীকে স্ক্রিনিং করা হবে। যাত্রীদের হেলথ ডিক্লারেশন ফরমে মাংকিপক্স সংক্রান্ত তথ্যও দিতে হবে। যাত্রী মাংকিপক্সে আক্রান্ত কিনা, লক্ষণ আছে কি না, আক্রান্ত কোনও দেশে ভ্রমণ করেছে কি না—এমন তথ্য জানতে চাওয়া হবে। এছাড়া বিমানবন্দরে স্বাস্থ্য অধিদফতরের চিকিৎসকরাও যাত্রীদের পর্যবেক্ষণ করবেন।