জাতিসংঘের নতুন আবাসিক সমন্বয়কারীর পরিচয়পত্র পেশ

বাংলাদেশে জাতিসংঘের নতুন আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস মঙ্গলবার (২৪ মে) পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের কাছে তার পরিচয়পত্র পেশ করেছেন। রীতি অনুযায়ী, কাজ শুরুর আগে জাতিসংঘের নতুন আবাসিক সমন্বয়কারীকে পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ করতে হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, লুইস জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেসের একটি চিঠি পররাষ্ট্রমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।

তিনি মিয়া সেপ্পোর স্থলাভিষিক্ত হলেন।

নতুন সমন্বয়কারীকে স্বাগত জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন সহযোগিতার জন্য সন্তোষ প্রকাশ করেন।

রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনাকালে জাতিসংঘ সংস্থাগুলোকে ভাসানচরে কাজ করার ওপর জোর দেন পররাষ্ট্রমন্ত্রী।

আলোচনায় সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করেন লুইস। ২০ বছর ধরে জাতিসংঘে কর্মরত লুইস একজন আইরিশ। নতুন কর্মস্থলে যোগ দেওয়ার আগে তিনি প্যালেস্টাইনে জাতিসংঘ রিলিফ অ্যান্ড ওয়ার্ক এজেন্সির পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।