আহত ছাত্রদলের নেতাদের পাশে এলডিপি মহাসচিব সেলিম

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে আহত ছাত্রদল নেতাদের দেখতে হাসপাতালে যান এলডিপি (একাংশ) মহাসচিব শাহাদাত হোসেন সেলিম। মঙ্গলবার (২৪ মে) রাত ১০ টার দিকে রাজধানীর বাসাবো’র হেলথএইড হাসপাতালে চিকিৎসাধীন ছাত্রদলের তিন নেতাকে দেখে আসেন তিনি। এ সময় তিনি ছাত্রদল নেতাদের পাশে কিছুক্ষণ অবস্থান করেন, তাদের স্বাস্থ্যের খোঁজ নেন।

এলডিপির দফতরের একজন দায়িত্বশীল জানিয়েছেন, মঙ্গলবার ঢাবিতে ছাত্রলীগের হামলায় আহত ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া, জহরুল হক ছাত্রদলের সাধারণ সম্পাদক ইবরাহিম খলিলসহ আরও কয়েকজনকে দেখতে হেলথএইড হাসপাতালে যান শাহাদাত হোসেন সেলিম।

শাহাদাত হোসেন সেলিম বলেন, ‘হামলা করে সরকারের পতন রক্ষা করা যাবে না। ছাত্রদলকেও পিছু হটানো যাবে না। ছাত্রদলের আহত নেতাদের রক্ত আগামী দিনে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য অগ্রগামী অবদান হিসেবে কাজ করবে’।

দফতর থেকে জানানো হয়েছে, উপস্থিত ছাত্রদলের নেতাদের সঙ্গে সেলিম কথা বলেন। আগামী দিনের আন্দোলনে আরও দুর্বার প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান সেলিম।