জাপান গার্ডেনে ১৬ তলা থেকে পড়ে ঢাবি ছাত্রীর মৃত্যু: চিরকুট উদ্ধার

রাজধানীর আদাবর থানা এলাকার জাপান গার্ডেন সিটির ১৬ নম্বর ভবনের ১৬ তলা থেকে পড়ে নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাইনা হাবিব প্রাপ্তির লেখা একটি চিরকুট পেয়েছে পুলিশ। বুধবার (১ জুন) বিকাল ৫টার দিকে বৃষ্টির সময় ছাদ থেকে নিচে পড়ে মৃত্যু হয় ঢাবির অ্যাকাউন্টিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জাইনা হাবিব প্রাপ্তির। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছিল, তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

পরে রাতে পুলিশের পক্ষ থেকে চিরকুট উদ্ধারের কথা জানানো হয়। বলা হচ্ছে, চিরকুটটি প্রাপ্তির লেখা। তাতে লেখা রয়েছে, ‘আমার জীবন একটা ব্যর্থ জীবন। না পারলাম বাবা-মাকে খুশি করতে, না পারলাম অন্য কাউকে খুশি করতে। একটা ঘটনা জানার পরও যখন কেউ চুপ করে থাকে তখন সত্যিই- সবকিছু অর্থহীন মনে হয়। আমি গেলে কিছু আসবে-যাবে না, আমি জানি। বিকজ এভরি পারসন ইজ রিপ্লেসেবল। আমরা কাদের ভালোবাসি তারা সেটা জানে। কে বেশি কষ্ট পাবে সেটাও জানি।‘

এর আগে বুধবার সন্ধ্যায় আদাবর থানার পরিদর্শক তদন্ত মো. মোমিন খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বুধবার (১ জুন) বিকাল ৫টার দিকে প্রাপ্তি ছাদে হাঁটাহাঁটি করছিলেন, সে সময় বৃষ্টি হচ্ছিল। এক পর্যায়ে ১৬ তলা ভবন থেকে তিনি নিচে পড়ে যান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। প্রাপ্তি নিজেই লাফিয়ে নিচে পড়েছেন, নাকি এর পেছনে অন্য কোনও ঘটনা রয়েছে, এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।’

এ বিষয়ে ছাত্রীর পরিবারের সঙ্গে কথা বলার পর পুলিশ জানিয়েছে, প্রাপ্তি বিষণ্নতায় ভুগছিলেন। তিনি অনেকটাই আবেগপ্রবণ ছিলেন। সে কারণেই তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। পরিবারের কোনও অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জাইনা হাবিব প্রাপ্তি জাপান গার্ডেন সিটির ১৬ নম্বর বিল্ডিং এর ১৬ তলা ভবনের ১০২ নম্বর ফ্ল্যাটে পরিবারের সঙ্গে থাকতেন। তার বাবা হাবিবুল আজিজ নোয়াখালী সদরের স্থায়ী বাসিন্দা।

আরও পড়ুন:

জাপান গার্ডেনের ১৬ তলা ভবন থেকে পড়ে ঢাবি ছাত্রীর মৃত্যু