‘আত্মহত্যার’ আগে বন্ধুদের যা জানিয়ে গেছেন ঢাবি শিক্ষার্থী প্রাপ্তি

জাপান গার্ডেনের ১৬ নম্বর বিল্ডিংয়ের ১৬ তলা ভবনের ছাদ থেকে পড়ে বুধবার (১ জুন) বিকালে মারা যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জাইনা হাবিব প্রাপ্তি। হতাশা থেকে আবেগের বশবর্তী হয়ে ছাদ থেকে লাফিয়ে তিনি আত্মহত্যার পথ বেছে নেন বলে পুলিশ জানিয়েছে। 

প্রাপ্তির মৃত্যুর পর সাংবাদিকরা ওই বাসার সামনে ভিড় করলেও তার পরিবারের সদস্যদের কাছ থেকে কোনও তথ্য পাওয়া যাচ্ছে না। কী কারণে প্রাপ্তি হতাশায় ছিলেন, কেনইবা তিনি আত্মহত্যার পথ বেছে নিলেন—এ বিষয়গুলো এখনও অজানাই থেকে গেছে।

মৃত্যুর কয়েকদিন আগে প্রাপ্তির মানসিক অবস্থা কেমন ছিল—এ বিষয়ে জানতে বৃহস্পতিবার (২ জুন) প্রাপ্তির বেশ কয়েকজন সহপাঠীর সঙ্গে কথা হয় বাংলা ট্রিবিউনের। তারা জানান, বন্ধুদের সঙ্গে প্রায়ই কথা হতো প্রাপ্তির। কিন্তু নিজের মধ্যে যে এত ঝড় বয়ে যাচ্ছে, তা নিয়ে  বিস্তারিত কিছু বন্ধুদের সঙ্গে শেয়ার করেনি সে। নিজের মনের মধ্যেই সব পুষে রেখেছিল। তবে দু’-এক জন বন্ধুর কাছে পারিবারিক সমস্যায় ডিপ্রেশনে রয়েছে বলে শেয়ার করেছিলেন। কিন্তু কী ধরনের সমস্যা—তা নিয়ে নির্দিষ্ট করে কিছু শেয়ার করেনি।

নাম প্রকাশে অনিচ্ছুক প্রাপ্তির ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সহপাঠী বাংলা ট্রিবিউনকে বলেন, অনেকদিন কথা হয় না তার সঙ্গে। তিন দিন আগে হঠাৎ করে আমাকে ফোন দিয়ে বলেছিল, সে আড্ডা দিতে চাই। আগামী রবিবার (৫ জুন) দেখা করবে। কিন্তু গতকাল (১ জুন) তার মৃত্যুর খবর পেলাম। এটা কোনোভাবেই মানা যায় না।

নাম প্রকাশ না করার শর্তে আরেকজন বন্ধু বলেন, সে এভাবে আত্মহত্যা করে ফেলবে, তার কথাবার্তায় কিংবা আচরণে আমরা কোনোভাবেই এমনটা বুঝতে পারিনি। তবে তার পারিবারিক সমস্যা ছিল, এগুলো নিয়ে সে ডিপ্রেশনে থাকতো।

এদিকে আদাবর থানা পুলিশ জানিয়েছে, পরিবারের সদস্যরা এ ঘটনায় কোনও অভিযোগ দায়ের করেনি। তবে পুলিশ বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছে।

আরও পড়ুন...

জাপান গার্ডেনে ১৬ তলা থেকে পড়ে ঢাবি ছাত্রীর মৃত্যু: চিরকুট উদ্ধার

জাপান গার্ডেনের ১৬ তলা ভবন থেকে পড়ে ঢাবি ছাত্রীর মৃত্যু