মালয়েশিয়ায় জনশক্তি রফতানিতে ২৫ এজেন্সির সিন্ডিকেট বন্ধের দাবি

মালয়েশিয়ায় জনশক্তি রফতানিতে ২৫ এজেন্সির সিন্ডিকেট বন্ধ করে সব বৈধ রিক্রুটিং এজেন্সির জন্য বাজার উন্মুক্ত রাখার দাবি জানিয়েছে সম্মিলিত সমন্বয় ফ্রন্ট-বায়রা। বৃহস্পতিবার (২ জুন) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহম্মদ আকরাম খাঁ হলে সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়।

সংবাদ সম্মেলনে বায়রার ভারপ্রাপ্ত সভাপতি রিয়াজ-উল-ইসলাম লিখিত বক্তব্যে বলেন, ‘দীর্ঘ তিন বছর মালোয়শিয়ায় শ্রম বাজার বন্ধ থাকার পর ২০২১ সালের ১৯ ডিসেম্বর পুনরায় খোলার জন্য দুই দেশ একটি সমঝোতা চুক্তি সই করে। পুরো জাতি আশা করেছিল, চুক্তি সইয়ের পরপরই শ্রমিক রফতানি শুরু হবে। কিন্তু সিন্ডিকেটের অপতৎপরতার কারণে সেই আশা পূরণ হয়নি। ২০১৬ সালে সিন্ডিকেটের সদস্য সংখ্যা ছিল ১০, এখন তা বেড়ে হয়েছে ২৫। কথিত ২৫ জনের সমন্বয়ে গঠিত সিন্ডিকেটের ষড়যন্ত্রের কারণে আজও আমরা শ্রমিক রফতানি করতে পারছি না।’

তিনি আরও বলেন, ‘সিন্ডিকেটের সদস্যরা শত শত কোটি টাকা অবৈধভাবে লেনদেন করে পুরো রফতানি প্রক্রিয়াকে নিজেরা নিয়ন্ত্রণ করতে চায়। বর্তমানে ১ হাজার ৭০০ থেকে ১ হাজার ৮০০ বৈধ এজেন্সি পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশ থেকে শ্রুমিক রফতানি করছে। কোন অপরাধে শত শত এজেন্সিকে বাদ দিয়ে শুধু ২৫ এজেন্সিকে মালয়েশিয়া শ্রমিক রফতানির অনুমতি দেবে?’

এই ২৫ এজেন্সি কারা জানতে চাইলে বায়রা থেকে সুনিদিষ্ট কোনও উত্তর পাওয়া যায়নি। বায়রার মহাসচিব মোস্তফা মাহমুদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘যারা এই সিন্ডিকেটর পক্ষে কথা বলছে, কর্মসূচি দিচ্ছে, তারাই এই সিন্ডিকেটে জড়িত।’