বাংলামোটরে পুলিশ সদস্য নিহতের ঘটনায় বাসের চালক-মালিক গ্রেফতার

রাজধানীর বাংলামোটরে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল কোরবান আলী নিহতের ঘটনায় অভিযুক্ত বাসের চালক এবং মালিককে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার (১০ জুন) তাদের ব্রাহ্মণবাড়িয়া ও সাভার থেকে গ্রেফতার করা হয়।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন শুক্রবার রাতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘রাজধানীর বাংলামোটরে বাসের চাপায় পুলিশ কনস্টেবল কোরবান আলী নিহতের ঘটনায় বাসের চালক মোহাম্মদ জাকিরকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর এবং বাসের মালিক মোহাম্মদ আলমকে ঢাকার সাভার থেকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল শনিবার (১১ জুন) সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে।’

গত সোমবার ৬ জুন সকালে পুলিশ কনস্টেবল কোরবান আলী বাসা থেকে কর্মস্থলের দিকে যাচ্ছিলেন। বাংলামোটরে ওয়েলকাম পরিবহনের একটি বাসের চাপায় নিহত হন তিনি। নিহত পুলিশ কনস্টেবল কোরবান আলী রাজারবাগ পুলিশ লাইন্সে টেলিকম বিভাগে দায়িত্বরত ছিলেন। তিনি সাভার এলাকায় পরিবার নিয়ে থাকতেন। সেখান থেকে মোটরসাইকেলে করে অফিসে আসা-যাওয়া করতেন।