জাবি শিক্ষকের ছেলে সাদ নিখোঁজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ এইচ এম সাদৎ আদিলের বড় ছেলে শামসুল আরেফিন সাদ বৃহস্পতিবার (৯ জুন) সকাল থেকে নিখোঁজ রয়েছে। ওই দিন সকাল ৬টার দিকে মোবাইল ফোন ও স্কুলব্যাগ নিয়ে কিছু না বলে বাসা থেকে বের হয়ে যায় সে। তারপর থেকে তার ফোন ও ফেসবুক আইডি বন্ধ রয়েছে। পরিবারের পক্ষ থেকে আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

সাদের বাবা এ এইচ এম সাদৎ আদিল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার ছেলেকে না পেয়ে আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছি। সাদ সাভার সেনা পাবলিক ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগের ১০ শ্রেণির ছাত্র। বয়স ১৫ বছর ৮ মাস।’সাদের সন্ধান পেলে আশুলিয়া বা নিকটস্থ থানায় জানানোর অনুরোধ করেছেন তিনি।

আশুলিয়া থানার এসআই ইউনুছ আলী বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষকের ছেলে নিখোঁজের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। সম্ভাব্য সব জায়গায় খোঁজখবর নিচ্ছি।’

তিনি বলেন, ‘এখন পর্যন্ত তদন্তে যা পাওয়া গেছে তা হলো, সে বৃহস্পতিবার সকালে বের হয়ে জিরানী বাজার এলাকায় গিয়ে তার ফোনটি বন্ধ করে দেয়। আমরা ধারণা করছি, সে নিজের ইচ্ছাতেই বাসা থেকে বের হয়ে গেছে।’