ডিবি পরিচয়ে অপহরণ, দুই যুবক গ্রেফতার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও গোয়েন্দা বিভাগের হাতে দুই ভুয়া ডিবি সদস্যকে গ্রেফতার হয়েছে। গ্রেফতাররা হলো- মো. খাইরুল আলম ও মো. ফারুক।

সোমবার (১৩ জুন) দুপুরে গোয়েন্দা তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আনিচ উদ্দীন এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রবিবার সন্ধ্যার ঠিক আগে আগে খবর পাওয়া যায় খিলগাঁওয়ের খিদমাহ হাসপাতালের সামনে কিছু লোক নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে ঝামেলা করছে। এমন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা পৌনে ৭টার সেখানে গিয়ে খাইরুল ও ফারুক নামের দুই জনকে আটক করা হয়। এসময় খাইরুলের হেফাজত থেকে পুলিশের একটি ভুয়া আইডি কার্ড উদ্ধার করা হয়, আর ফারুকের হেফাজত থেকে একটি হ্যান্ডকাফ পাওয়া যায়।

তাদের অপরাধের কৌশল সম্পর্কে এই গোয়েন্দা কর্মকর্তা বলেন, গ্রেফতারকৃত খাইরুল ও ফারুক নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে টার্গেটকৃত ব্যক্তিকে প্রথমে মোটরসাইকেলে করে উঠিয়ে নিয়ে আসে। এরপর নির্জনস্থানে নিয়ে সুযোগ বুঝে তার সর্বস্ব কেড়ে নেয়।

ডিবি কর্মকর্তা আনিচ উদ্দীন আরও বলেন, খাইরুল একই অপরাধে এর আগেও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় গ্রেফতার হয়েছিল। যে মামলাটি আদালতে বিচারাধীন।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপির খিলগাঁও থানায় মামলা করা হয়েছে বলেও জানান তিনি।