নির্বাচন কমিশনের অসহায়ত্ব প্রকাশ করা কাম্য নয়: সুজন

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় সংসদ সদস্য বাহাউদ্দিন বাহারের এলাকা ছাড়ার প্রসঙ্গে নির্বাচন কমিশনারের কিছুই করার নেই— এমন বক্তব্যে হতাশা প্রকাশ করেছেন নাগরিকের জন্য সুশাসন-সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। তিনি বলেন, ‘আমরা সবিনয়ে দ্বিমত করছি, নির্বাচন কমিশনের নতজানু হওয়া, অসহায়ত্ব প্রকাশ করা, কোনোভাবেই কাম্য নয়।’

সোমবার (১৩ জুন) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের তথ্য উপস্থাপন এবং অবাধ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের আহ্বানে এ সংবাদ সম্মেলন করেছে সুজন।

বদিউল আলম মজুমদার বলেন, ‘নির্বাচন কমিশন যদি অসহায়ত্ব প্রকাশ করে, তাহলে আমরা নাগরিকরা যাবো কোথায়? নির্বাচন কমিশন আমাদের ভরসাস্থল। কারণ, আমাদের পক্ষে দেশের স্বার্থে তাদের ওই পদে নিয়োগ দেওয়া হয়েছে।'

একজন সংসদ সদস্যের ব্যাপারে নির্বাচন কমিশনের অসহায়ত্বের বিষয়ে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, ‘কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে নির্বাচন কমিশনারের এমন বক্তব্যের প্রভাব কী পড়বে, আমরা কিছু জানি না। তবে এটা ভালো লক্ষণ নয়।’

তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিশন যখন তাদের আইনকানুন বিধি-বিধান প্রয়োগ করতে পারছে না বলে অসহায়ত্ব প্রকাশ করে, তখন আমরা কীভাবে আশাবাদী হতে পারি? আমরাও অসহায়ত্ব প্রকাশ না করে পারি না।’

বদিউল আলম বলেন, ‘যদিও কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের মধ্য দিয়ে আমাদের সবকিছু নির্ধারিত হয়ে যাবে না, তারপরও কিন্তু এই নির্বাচন কমিশন একটা পূর্বাভাস দেবে যে, আমাদের ভবিষ্যতে কী হবে। এখন একজন সংসদ সদস্য নির্বাচন কমিশনের কথা মানছেন না, এরপর জাতীয় নির্বাচনের সময় যদি পুরো প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, সরকারি দল, বিরোধী দল এবং অন্যরা নির্বাচন কমিশনের আদেশ অমান্য করার চেষ্টা করে, তখন আমরা কোথায় যাবো? এই নির্বাচন কমিশন সাংবিধানিকভাবে স্বাধীন প্রতিষ্ঠান, তাদের দায়বদ্ধতা ও কিন্তু নাগরিকদের কাছে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার ও  জাতীয় কমিটির সদস্য একরাম হোসেন।