দুর্ঘটনায় অক্ষম প্রবাসী কর্মী, চান সাহায্য

চট্টগ্রামের দিদারুল ইসলাম চৌধুরী দীর্ঘ ৮ বছর কাজ করেছেন সংযুক্ত আরব আমিরাতের একটি সিকিউরিটি কোম্পানিতে। একসময় মাসে লক্ষাধিক টাকা আয় করা এই কর্মী দুর্ঘটনায় আহত হয়ে দুই বছর ধরে অক্ষম। এখন মানবেতর দিনযাপন করছেন দিদারুল। চিকিৎসাবাবদ অর্থ খরচ করে এখন দিতে পারছেন না এসএসসি পরীক্ষার্থী সন্তানের ফি।

দিদারুল জানান, পারিবারিক কাজে দেশে এসে চট্টগ্রাম থেকে টেকনাফ যাওয়ার পথে বাস দুর্ঘটনায় পড়েন তিনি। জীবন বাঁচাতে বাস থেকে লাফ দিলে তার দুই পা ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকেই তিনি কাজ করতে অক্ষম হয়ে পড়েন। চিকিৎসকরা জানিয়েছেন, তার স্বাভাবিক চলাফেরা করতে আরও বেশ কিছু সময় লাগবে। চিকিৎসার পেছনে অর্থ ব্যয় করে এখন প্রায় নিঃস্ব তিনি। এসএসসি পরীক্ষার্থী একমাত্র সন্তানের লেখাপড়ার খরচ ও পরীক্ষার ফিও জোগাড় করতে পারছেন না। পরিবারের দুই ভাই থাকলেও তারা খুব একটা খোঁজ নেয় না বলেও জানান তিনি।

দিদারুল বলেন, এমন ভয়ানক দুঃসময়ের জন্যে আমি প্রস্তুত ছিলাম না। আরব আমিরাতে খুব ভালো বেতনে কর্মরত ছিলাম। দেশে ছুটিতে এসে ভয়ানক বাস দুর্ঘটনায় আমার দুই পায়ের গোড়ালি ভেঙে গিয়েছিল। চিকিৎসা চালাতে গিয়ে আমি আমার সব সঞ্চয় শেষ করার পরেও ধার-দেনা করেছি।

নিজের অসহায়ত্ব তুলে ধরে দেশবাসীর প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আবেদন জানান দিদারুল। সাহায্য করার অ্যাকাউন্ট 01690015974 ( বিক্যাশ ও নগদ)।