কুমিল্লা সিটি নির্বাচন: প্রচারণা শেষ, কাল ভোট

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ আগামীকাল বুধবার (১৫ জুন)। ইতোমধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। গতকাল সোমবার মধ্যরাতে শেষ হয়েছে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণাও।

এর আগে, সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নগরীর ১০৫টি কেন্দ্রে মক ভোটিং (নমুনা ভোট) হয়েছে। 

নির্বাচন কমিশন কার্যালয় সূত্রে জানা গেছে, এ নির্বাচনে ২৭টি ওয়ার্ডে দুই লাখ ২৯ হাজার ৯২০ জন ভোটার। মোট ভোট কেন্দ্র ১০৫টি। নির্বাচনে নৌকার প্রার্থীসহ মোট পাঁচজন মেয়র প্রার্থী। ১০৮ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী ও ৩৬ জন সংরক্ষিত আসনের প্রার্থী।

এদিকে সুষ্ঠুভাবে ভোটগ্রহণের জন্য সোমবার থেকে নগরীতে পুলিশ, র‍্যাব, বিজিবিসহ আইন-শৃঙ্খলা বাহিনীর ৪ হাজার ২৬০ জন সদস্য মোতায়েন করা হয়েছে। এদের মধ্যে ২২৯টি টিমে পুলিশ সদস্য ২ হাজার ৪৬০ জন, ১২ প্লাটুন বিজিবির ২৪০ সদস্য, র‍্যাবের ২৭টি টিমে ২৫০ জন, ১০৫ কেন্দ্রে ১ হাজার ২৬০ আনসার সদস্য, এপিবিএনের ৯টি গ্রুপে ৫০ জন সদস্য আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবেন বলে পুলিশ সূত্র জানিয়েছে।