দিনে গড়ে কতজন হজযাত্রী যাচ্ছেন সৌদিতে?

করোনা মহামারির ধকল কাটিয়ে দুই বছর পর বাংলাদেশ থেকে হজযাত্রীরা সৌদি আরব যাচ্ছেন হজ পালন করতে। গেল ৫ জুন উদ্বোধনের পর এখন পর্যন্ত ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের দেশটিতে পৌঁছেছেন ৯ হাজার ৬০৬ হজযাত্রী। সেই হিসাবে গড়ে প্রতিদিন ১ হাজার ৬৭ জন বাংলাদেশি সৌদিতে যাচ্ছেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৩ হাজার ৩৮৩ জন ও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৬ হাজার ২২৩ জন। 

গত ৫ জুন থেকে ১৩ জুন পর্যন্ত ২৪টি ফ্লাইটে তারা সৌদি পৌঁছান। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ছিল ১৪টি। আর সৌদি এয়ারলাইন্সের ছয়টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের চারটি ফ্লাইট পরিচালনা করেছে।

জানা গেছে, হজযাত্রীদের জন্য সর্বমোট ইস্যুকৃত ভিসা ৩৩ দশমিক ৯২ শতাংশ। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই (৯ জিলহজ) সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। করোনা মহামারির কারণে গেলো দুই বছর বাংলাদেশে থেকে কেউ হজে অংশ নিতে পারেননি। এ বছর সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জনসহ সর্বমোট ৫৭ হাজার ৫৮৫ জন হজযাত্রী পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব যাওয়ার সুযোগ পাচ্ছেন। যদিও আগে প্রায় ১ লাখ ৩০ হাজার মানুষ বাংলাদেশ থেকে হজে অংশ নেওয়ার সুযোগ পেতেন। এবছর কোটা নির্ধারণ করে দেওয়াসহ ৬৫ বছরের বেশি বয়সীদের হজে অংশগ্রহণের সুযোগ দিচ্ছে না সৌদি সরকার। 

বাংলাদেশে থেকে এবার হজে যেতে ১২৮টি ফ্লাইট পরিচালিত হবে। এবার সৌদি আরবের সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন ছাড়াও দেশটির আরকটি এয়ারলাইন ফ্লাইনাস এয়ারলান্স হজ যাত্রী পরিবহন করছে। বিমান ৬৫টি, সাউদিয়া ৫১টি, ফ্লাইনাস ১২টি ফ্লাইটে হজ যাত্রী নিয়ে যাবে। ঢাকা থেকে শেষ হজ ফ্লাইট ছেড়ে যাবে ৪ জুলাই।