প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালো ঢাবির সিনেট

পদ্মা সেতুকে বাংলাদেশের গৌরবের প্রতীক হিসেবে অবহিত করে সেতু নির্মাণের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিনেট।

বৃহস্পতিবার (১৬ জুন) বিকালে বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সিনেট অধিবেশনে উপাচার্যের অভিভাষণ, কোষাধ্যক্ষের বাজেট উপস্থাপন শেষে বাজেট আলোচনায় অংশ নিয়ে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ সামাদ প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানোর প্রস্তাব উত্থাপন করেন।

এরপর উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান সভায় উপস্থিত সবার সম্মতিক্রমে প্রস্তাব গ্রহণ করে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডীন ও সিনেট সদস্য অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ এ প্রস্তাব করলে তা সমর্থন করেন সিনেট সদস্য অধ্যাপক ড. মো. আব্দুর রহিম ও অধ্যাপক নিজামুল হক ভুঁইয়া।

একই সঙ্গে সংসদ সদস্য ও ঢাবি সিনেট সদস্য মেহের আফরোজ চুমকি, দীপংকর তালুকদার ও আব্দুস সোবহান গোলাপও  প্রস্তাবের পক্ষে বক্তব্য পেশ করেন। অবশেষে এ প্রস্তাব গ্রহণ করে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।