সৌদিতে আরও দুই হজযাত্রীর মৃত্যু

হজ পালনের জন্য সৌদি আরবে গিয়ে আরও দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে গতকাল শুক্রবার (১৭ জুন) পর্যন্ত সৌদি আরবে মোট চার বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে মক্কায় বাংলাদেশ হজ অফিস।

মৃতদের মধ্যে পুরুষ তিন জন, নারী এক জন। তারা সৌদি আরবের মক্কায় মারা গেছেন। 

শুক্রবার (১৭ জুন) মারা যাওয়া দুই জন হলেন, জয়পুর হাটের মো. হেলাল উদ্দিন মোল্লা (৬৩) এবং কুমিল্লার রামুজা বেগম।

চাঁদ দেখা সাপেক্ষে এ বছর পবিত্র হজ অনুষ্ঠিত হবে ৮ জুলাই। এ বছর সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জনসহ সর্বমোট ৫৭ হাজার ৫৮৫ জন হজযাত্রী পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব গমনের সুযোগ পাচ্ছেন।

সবশেষ ১৭ জুন পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ১৮ হাজার ৪১ জন। হজযাত্রীদের সৌদি আরব পৌঁছে দিতে এখন পর্যন্ত ৪৮টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এখন পর্যন্ত মোট ইস্যুকৃত ভিসা– ৫৮ দশমিক ৬৮ শতাংশ।