মৃত্যুদণ্ডাদেশ পাওয়া একজনের সাজা কমে যাবজ্জীবন, দুই জনের খালাস

২০০৬ সালে রাজশাহীর গোদাগাড়ি উপজেলায় মা-মেয়েকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত দুই আসামি ইসমাঈল হোসেন বাবু ও সোনাদিকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। একইসঙ্গে তাদের দ্রুত কনডেম সেল থেকে মুক্তির নির্দেশ দিয়েছেন। তবে বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামি তরিকুল ইসলামের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৩ জুন) এ সংক্রান্ত আপিলের শুনানি নিয়ে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ এ রায় দেন।

আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট হেলাল উদ্দিন মোল্লা। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. বশির আহমেদ।

এর আগে, ২০০৬ সালে ১০ অক্টোবর রাজশাহীর গোদাগাড়িতে মিলিয়ারা খাতুন ও তার কন্যা পারভীনকে হত্যা করা হয়। পরে এ ঘটনায় করা মামলায় ২০০৮ সালে ইসমাঈল, সোনাদি ও তরিকুলকে মৃত্যুদণ্ডাদেশ দেন বিচারিক আদালত।

পরে আসামিদের ডেথ রেফারেন্স ও জেল আপিল শুনানির জন্য হাইকোর্টে আসে। সেসব আবেদনের শুনানি শেষে বিচারিক আদালতের রায় বহাল রাখেন হাইকোর্ট। এরপর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হয়। সে আবেদনের শুনানি শেষে রায় দিলেন আপিল বিভাগ।