যাবজ্জীবন সাজা পাওয়া আসামি ১০ বছর পর গ্রেফতার

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া আসামি মো. সেলিম ওরফে বিপ্লবকে গ্রেফতার করেছে র‌্যাব। সে ১০ বছর ধরে পলাতক ছিল। বৃহস্পতিবার (২৩ জুন) রাতে মানিকগঞ্জ জেলার পোড়রা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৪ এর অধিনায়ক মোজাম্মেল হক এ তথ্য জানান।

মোজাম্মেল হক বলেন, ‘২০১২ সালের ২৮ সেপ্টেম্বর ৩২ বোতল ফেনসিডিল এবং ১০ গ্রাম হেরোইনসহ সেলিম গ্রেফতার হয়। পরে মানিকগঞ্জ সদর থানায় তার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়। সেই মামলায় চার মাস কারাভোগের পর ২০১৩ সালে জামিনে বের হয়। বিচারের পরে শাস্তি নিশ্চিত জেনে সে আত্মগোপনে চলে যায়। মামলার বিচার শেষে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ডসহ ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। একইসঙ্গে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আরেক ধারায় দুই বছরের সশ্রম কারাদণ্ডসহ পাঁচ হাজার টাকা অর্থদণ্ড অনাদায় দুই মাসের কারাদণ্ড দেন।’

মোজাম্মেল হক আরও বলেন, ‘আসামির বিরুদ্ধে জারি করা যাবজ্জীবন সাজা পরোয়ানা হওয়ায় সেলিম ছদ্মবেশ ধরে আত্মগোপনে চলে যান। সে মানিকগঞ্জ জেলার শিবালয় সাটুরিয়া সিংগাইর থানা ও পার্শ্ববর্তী ধামরাই ও আশুলিয়া এলাকায় আত্মগোপনে ছিল। রিকশা ও ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতো।’