সিলেটে বন্যার্তদের মাঝে ‘বাংলাদেশ-ইন্ডিয়া বিজনেস কাউন্সিলর’র ত্রাণ বিতরণ

সিলেটে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ শুরু করেছে বাংলাদেশ-ইন্ডিয়া বিজনেস কাউন্সিল। শুক্রবার (২৪ জুন) দুপুর ২টায় নগরীর ধোপাদিঘীরপাড়স্থ হাফিজ কমপ্লেক্সে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ভারতীয় সহকারী হাইকমিশন ও সিলেটের সহকারী হাই-কমিশনার নিরাজ কুমার জয়সওয়াল। শুক্রবার থেকে শুরু হওয়া ত্রাণ বিতরণ কার্যক্রম বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চলবে।

ভারতীয় হাইকমিশন ও অ্যাসোসিয়েশন অব ফ্যাশন ডিজাইনার্স অব বাংলাদেশের সহযোগিতায় শুক্রবার নগরীর বিভিন্ন এলাকার বন্যাদুর্গত মানুষ ও বন্যার্তদের নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠনের কাছে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

এ ব্যাপারে আয়োজকরা বলেন, দেশের জনগণের যেকোনও দুর্যোগে তাদের পাশে দাঁড়ানো নিজেদের নৈতিক কর্তব্য হিসেবে মনে করি। তাই মানবিক দায়িত্ব থেকে সিলেট অঞ্চলের দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করছি। আশা করি, আমাদের এই প্রচেষ্টার মাধ্যমে বন্যার্তদের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে।