সাংবাদিক লাবলুর গাড়িতে হামলায় ক্র্যাবের নিন্দা

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক সাধারণ সম্পাদক ও যুগান্তরের বিশেষ প্রতিনিধি মাহবুব আলম লাবলুর গাড়িতে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে ক্র্যাব।

ক্র্যাবের ভারপ্রাপ্ত সভাপতি মুহ. জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকুসহ কার্যনির্বাহী কমিটির নেতারা বিবৃতি দিয়ে এ নিন্দা জানান। পাশাপাশি ওই গাড়ি চালককে শনাক্ত করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান নেতারা। 

বুধবার (২৯ জুন) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর কাফরুল থানাধীন বেগম রোকেয়া স্মরণী এলাকায় লাবলুকে বহনকারী প্রাইভেটকারকে (ঢাকা মেট্রো-গ-২৯-১২৯৮) পেছন থেকে (ঢাকা মেট্রো-গ-১৬-১১১৫) একটি প্রাইভেট কার সজোরে ধাক্কা মারে। এতে লাবলুর গাড়ি দুমড়েমুচড়ে যায়। তবে তিনি অক্ষত আছেন। লাবলু গাড়ি থেকে নেমে ওই গাড়ি চালককে থামাতে বললে উল্টো তার ওপর চড়াও হয় সে। এ সময় লাবলুর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে গাড়িচালক পালিয়ে যায়।

লাবলু জানান, তাকে কোনও গোষ্ঠী পরিকল্পিতভাবে ক্ষতির উদ্দেশ্যে হামলা চালাতে পারে। এ ঘটনায় কাফরুল থানায় একটি জিডি করা হয়েছে।