জঙ্গিমুক্ত দেশ চায় সালাউদ্দিনের পরিবার: স্ত্রী রেমকিন

হলি আর্টিজানে জঙ্গি হামলায় নিহত রাজধানীর গুলশান থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিনের স্ত্রী রেমকিন বলেছেন, পুলিশের চেষ্টায় দেশে জঙ্গি তৎপরতা এখন নিয়ন্ত্রণে আছে। সালাউদ্দিনের পরিবার জঙ্গিমুক্ত দেশ চায়।

শুক্রবার (১ জুলাই) দুপুরে গুলশান পুরাতন থানার সামনে জঙ্গি হামলায় নিহত দুই পুলিশ কর্মকর্তার স্মরণে তৈরি ভাস্কর্যের সামনে শ্রদ্ধা জ্ঞাপন শেষে তিনি এ কথা বলেন।

ওসি সালাউদ্দিনের স্ত্রী বলেন, মৃত্যুবার্ষিকী বলেই যে আমরা তাকে স্মরণ করছি তা না, যেদিন তিনি আমাদের কাছ থেকে হারিয়ে গেছেন, সেদিন থেকে একই রকমভাবে তাকে (সালাউদ্দিন) মিস করি। একদিন, এক ঘণ্টা কিংবা এক সেকেন্ডের জন্যেও তাকে আমরা ভুলতে পারি না।

তিনি আরও বলেন, শুধু একটা বিষয় ভেবেই শান্তি পাই যে আমার স্বামী দেশের জন্য মারা গেছেন। দেশের জন্য তারা জীবন দিয়েছেন। এখানে পুলিশ ভাইদের অবদান আপনারা দেখেছেন। জঙ্গিমুক্ত দেশ সালাউদ্দিনের পরিবার চায়, দেশের মানুষও চাইবে বলে আমি মনে করি। আমার স্বামীর জন্য সবাই দোয়া করবেন। আমার দুই বাচ্চার জন্য দোয়া করবেন। তারা যেন মানুষ হিসেবে গড়ে ওঠে।

এ সময় তার এক সন্তান সঙ্গে ছিল।