হজযাত্রীদের দুর্ভোগ, সাউদিয়ার কাছে ব্যাখ্যা চাইলো ধর্ম মন্ত্রণালয়

শনিবার (২ জুলাই) হজযাত্রীদের নিয়ে সৌদি আরবগামী সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনের (সাউদিয়া) একটি ফ্লাইট  ৩০ ঘণ্টা বিলম্বে ছেড়েছে। এতে দুভোর্গে পড়তে হয়েছে হজযাত্রীদের।  এরআগেও গত ১৭ জুন সাউদিয়ার আরেকটি ফ্লাইট নির্ধারিত সময় থেকে প্রায় ১০ ঘণ্টা দেরিতে ছাড়ে, তখন হজযাত্রীদের ২৪ ঘণ্টার দুভোর্গ পোহাতে হয়েছে। হজ ফ্লাইট কেন দেরিতে ছাড়লো এ বিষয়ে ব্যাখ্যা দিতে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনকে চিঠি দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

ফ্লাইট বিলম্বের বিষয়ে শনিবার (২ জুলাই) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব (হজ) আবুল কাশেম মুহাম্মদ শাহীনের পাঠানো ওই চিঠিতে বলা হয়—সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের এসভি-৩৮০৯ ফ্লাইটটি কেন বিলম্বে ছেড়েছে, তার কারণ জানতে চাওয়া হয়।

হজ করতে ২ জুলাই পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন  ৫৩ হাজার ৩৬৭ হজযাত্রী। অপরদিকে সৌদি আরবে গিয়ে এ পর্যন্ত মারা গেছেন ১১ জন হজযাত্রী। পবিত্র হজ অনুষ্ঠিত হবে ৮ জুলাই।

কোটা বৃদ্ধির ফলে বাংলাদেশ থেকে এবার ৬০ হাজার বাংলাদেশি হজে যাওয়ার সুযোগ পাচ্ছেন। মোট ইস্যুকৃত ভিসা ৯৯.৪৮ শতাংশ। সৌদি আরবে সর্বশেষ ১ জুলাই ২ জন হজযাত্রী মারা গেছেন।

২ জুলাই পর্যন্ত ঢাকা সৌদি আরবে গিয়েছে ১৪৭টি ফ্লাইট। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৮২টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ৫৫টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ১০টি ফ্লাইট রয়েছে।