ইভ্যালির রাসেল ও শামীমার বিরুদ্ধে আরেক মামলা

প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন জান্নাতুল ফেরদৌস নামের এক গ্রাহক।

রবিবার (৩ জুলাই) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারীর আদালত বাদীর জবানবন্দি নিয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দিয়েছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদ রহমান এ তথ্য নিশ্চিত করেন।

মামলার অভিযোগে বলা হয়, ইভ্যালির চমকপ্রদ বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে জান্নাতুল ফেরদৌস ২৬ লাখ ৭৭ হাজার ৫০০ টাকার বিভিন্ন পণ্য অর্ডার করেন। পরে ওই টাকা ইভ্যালির অ্যাকাউন্টে পেমেন্ট করেন। তবে ওই সব পণ্য বাদীকে সরবরাহ করতে ব্যর্থ হয় ইভ্যালি।

গত বছরের সেপ্টেম্বরে ইভ্যালি ওই বাদীকে ৫টি চেক দেয়। ২২ সেপ্টেম্বর হেমায়েতপুর শাখায় ইউনাইটেড ব্যাংকে চেকগুলো জমা করার পর চারটি এবং ১০ নভেম্বর আরেকটি চেক ডিসঅনার হয়।

অভিযোগে আরও বলা হয়, ইভ্যালি মৌখিকভাবে বাদীর টাকা পরিশোধ করে দেবে জানালেও ৬ মাসেও করেনি। সর্বশেষ ১৯ জুন ইভ্যালির ধানমন্ডি অফিসে গেলে প্রতিষ্ঠানের কর্মচারীরা বাদীকে জানায়, তাকে আর কোনও টাকা প্রদান করা হবে না। এ নিয়ে বাড়াবাড়ি করলে বাদীকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।