ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে বিজিবি

নেত্রকোনায় বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা অব্যাহত রেখেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (৪ জুলাই) নেত্রকোনা ব্যাটালিয়ান ৩১ বিজিবি খালিয়াজুরী উপজেলার বিভিন্ন ওয়ার্ডে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করে।

নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

তিনি বলেন, নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলার চাকুয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের শাল দীঘা জিজি সরকারি উচ্চ বিদ্যালয়, ৭ ও ৮ নং ওয়ার্ডে চাকুয়া গ্রামবাসীদের সহায়তা এবং দুর্গম এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ৫শ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল ডাল আলু জিরা পানির বোতল ও ওষুধ।

ত্রাণ বিতরণের সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদসহ স্থানীয় ওয়ার্ডের মেম্বার এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।