মামুনুল হকের মুক্তির দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

মাওলানা মামুনুল হকসহ কারাবন্দি সকল ইসলামী নেতা-কর্মীদের মুক্তির দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। মঙ্গলবার (৫ জুলাই) দলটি সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফের নেতৃত্বে একটি টিম ঢাকা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী কাছে স্মারকলিপি দেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক, যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীনসহ অনেক ইসলামী নেতা-কর্মী কারাগারে বন্দি রয়েছেন। মাওলানা মামুনুল হক কঠিন রোগে ভুগছেন। তার শারীরিক অবস্থা খুবই খারাপ। কোর্টে যাতায়াতের ক্ষেত্রে হুইল চেয়ার ব্যবহার করতে হয়েছে যা দেশবাসী দেখেছে। তার পরিবার-পরিজন দুশ্চিন্তায় রয়েছে।

স্মারকলিপিতে আরও বলা হয়, কারাবন্দিদের মধ্যে আরও অনেকে অসুস্থ, তাদের পরিবার বিপর্যস্ত হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে মানবিক কারণে মাওলানা মামুনুল হকসহ কারাবন্দি সব ইসলামী নেতা-কর্মীদের ঈদুল আজহার আগে মুক্তির দাবি জানানো হয়েছে। 

এক শ্রেণির অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের দাম বাড়িয়ে যাচ্ছে। কোনোভাবেই দাম নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। বিষয়টি বিবেচনায় এনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস।